ইমাম আবুল ফারাজ ইবনে জাওজি (রহ.) ছিলেন ইসলামের স্বর্ণযুগের একজন মহান আলেম, চিন্তাবিদ ও সাহিত্যিক। তাঁর পূর্ণ নাম আবুল ফারাজ আবদুর রহমান ইবনে আলী ইবনে জাওজি। তিনি ৫১০ হিজরিতে (১১১৬ খ্রিস্টাব্দ) বাগদাদে জন্মগ্রহণ করেন এবং ইসলামি শাস্ত্রের প্রায় সব বিষয়ের উপর গবেষণা করে অসংখ্য গ্রন্থ রচনা করেন।
তিনি ছিলেন হাম্বলি মাজহাবের একজন প্রভাবশালী আলেম এবং বিশেষ করে তাফসির, হাদিস, ইতিহাস ও তাসাউফে অনন্য দখল রাখতেন। তাঁর জ্ঞান ও প্রজ্ঞা তাঁকে সমসাময়িক ও পরবর্তী যুগের আলেমদের মধ্যে বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
ইমাম ইবনে জাওজি (রহ.) প্রায় হাজারেরও বেশি গ্রন্থ রচনা করেছেন, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো “সাইদুল খাতির”, যা আত্মশুদ্ধি ও প্রেরণামূলক চিন্তার অনবদ্য সংকলন। “আত-তাবসিরাহ” ইসলামি নীতিশিক্ষা ও আখলাক সম্পর্কিত মূল্যবান রচনা, আর “আল-মুন্তাজাম ফি তারিখিল মুলুক ওয়াল উমাম” ইসলামের ইতিহাস নিয়ে একটি বিখ্যাত ঐতিহাসিক গ্রন্থ। এছাড়া, “তালবিস ইবলিস” শয়তানের প্রতারণার ধরন ও তার প্রতিরোধের উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে।
ইমাম ইবনে জাওজি (রহ.) শুধুমাত্র একজন লেখকই ছিলেন না, বরং তিনি ইসলামের প্রচার ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ওয়াজ ও নসিহতের মাধ্যমে সাধারণ মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেন এবং তাসাউফ ও আখলাক সংশোধনের উপর গুরুত্বারোপ করতেন।
৫৯৭ হিজরিতে (১২০১ খ্রিস্টাব্দ) তিনি ইন্তেকাল করেন। তাঁর রেখে যাওয়া মূল্যবান শিক্ষাগুলো আজও মুসলিম উম্মাহর জন্য পথনির্দেশক হিসেবে কাজ করছে।