মুহাম্মদ হোসাইন রেজা জন্মেছেন হবিগঞ্জ জেলায়। শৈশব ও কৈশোর কেটেছে নিজ গ্রামে। জীবনের বড় একটা অংশ পার করেছেন চট্টগ্রামে। এখন ঢাকায় স্থায়ী হয়েছেন। পড়েছেন কামিল (ফিকহ), অনার্স (ইসলামিক স্টাডিজ), ডিপ্লোমা (আরবি, আবৃত্তি, কম্পিউটার) ইত্যাদি বিষয়ে। ভাবনাময় মন নিয়ে বড় হয়েছেন। লেখা, কবিতা কিংবা কথামালা নিজের মতো করে সাজাতে পছন্দ করেন। প্রথম কবিতা প্রকাশিত হয় চতুর্থ শ্রেণিতে থাকাকালে। তারপর লেখা থামেনি। ৫০টিরও বেশি বই ও পত্রিকা সম্পাদনা করেছেন। প্রতিষ্ঠা করেছেন হাবিব প্রকাশন, হাবিবুনা ইন্সটিটিউট, ভাষান্তর অনুবাদ কেন্দ্র।
ব্যক্তিজীবনে স্বাধীনচেতা একজন মানুষ। উদ্যোক্তা হিসেবে নিজেকে ইতোমধ্যেই প্রমাণ করেছেন। কর্মসংস্থান ও লিডারশীপ তৈরিতে নানা সংস্থা সংগঠন নিয়ে কাজ করছেন। মিশকাত ইসলামিক রিসার্চ সেন্টার নামে তৈরি করেছেন বুদ্ধিবৃত্তিক গবেষণা কেন্দ্র। মানবিক সংস্থা হিসেবে দাঁড় করাচ্ছেন ‘মশাল’।