উইলিয়াম সি. চিতিক একজন আধুনিক সুফি-গবেষক এবং ইসলামী দর্শনের বিশেষজ্ঞ। তিনি হেনরি করবিনের শিষ্য এবং ইরানের দার্শনিক ঐতিহ্য ও তাসাউফের ওপর বিশদ গবেষণা করেছেন। তাঁর ‘দ্য সুফি পাথ অফ লাভ’ এবং ‘দ্য হার্ট অফ ইসলাম’ গ্রন্থগুলো বিশ্বব্যাপী সুফিবাদ অনুরাগীদের কাছে সমাদৃত।