ইমাম আহমদ রেজা (র.)

ইমাম আহমদ রেজা (র.)

ইমাম আহমদ রেজা খান (১৮৫৬-১৯২১), যিনি ‘আলা হযরত’ নামে পরিচিত, ছিলেন উপমহাদেশের একজন প্রখ্যাত ইসলামি পণ্ডিত এবং ব্রেলভী আন্দোলনের প্রতিষ্ঠাতা। তিনি তাসাউফ ও ইসলামী আইনশাস্ত্রে বিশেষজ্ঞ ছিলেন। তাঁর রচিত ফাতাওয়ায়ে রিজভিয়া ও ‘হাদায়েকে বখশিশ’ ইসলামি সাহিত্য এবং ফিকহে হানাফি চর্চায় অমূল্য। আধ্যাত্মিকতা ও নবীপ্রেম তাঁর রচনাগুলোর মূল বিষয়।

Books By ইমাম আহমদ রেজা (র.)