শফিক ইকবাল

শফিক ইকবাল

শফিক ইকবাল ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জন্মগ্রহণ করেন। স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখান থেকে সফলতার সাথে নৃবিজ্ঞানে প্রথম শ্রেণীতে বিএসএস ও এমএসএস সম্পন্ন করেন। শফিক ইকবাল সব ঘরানার বইই অনুবাদ করতে সক্ষম। ২০২৩ সাল পর্যন্ত তার ১০ টির মত অনুবাদ বই প্রকাশিত হয়েছে। তার অনুদিত কিছু উল্লেখযোগ্য বই হলো “ইবনে আরাবির সময় ও সৃষ্টিতত্ত্ব”, “ইলাহি নামা”, “দ্য বুক অব ইনোক” ইত্যাদি।

Books By শফিক ইকবাল