এস এম তানভীর ইসলাম-এর জন্ম, শৈশব, বেড়ে ওঠা চট্টগ্রামে হালদা পাড়ের গ্রাম বুড়িশ্চরে। পড়াশোনা করছেন বস্ত্র প্রকৌশল বিভাগে, বি এস সি শেষ বর্ষে। পারিবারিক আবহে তাসাউফ চর্চা পেয়েছেন। কাদেরি, মাইজভান্ডারীসহ বাংলাদেশে স্থিত বেশ কিছু তরিকতের মাশরাবে সোহবতের সৌভাগ্য হয়েছে, যার বরকতে কিছু উপলব্ধি- চিন্তাস্বচ্ছতা-আগ্রহ পেয়েছেন।