কাজী আসিফ আশরাফী

কাজী আসিফ আশরাফী

কাজী আসিফ আশরাফী চট্টগ্রামের মাইজভাণ্ডার গ্রামের সন্তান। শায়খুল হাদীস পিতার সান্নিধ্যে ধর্মীয় শিক্ষা লাভ করেন। বুয়েটের EEE ডিপার্টমেন্ট থেকে গ্র‍্যাজুয়েশন শেষে বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ও নিজ প্রতিষ্ঠিত কিছু প্রতিষ্ঠান পরিচালনা করছেন। ধর্মীয় ও সামাজিক কাজে জীবনের সার্থকতা খুঁজে পান। সে অনুভব থেকে সুফি সাহিত্যচর্চায় যুক্ত হন।

Books By কাজী আসিফ আশরাফী