১৮৯৮ সালের ২ মার্চ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার ঘোড়শাল গ্রামে মোহম্মদ বরকতুল্লাহর জন্ম। রাজশাহী কলেজ থেকে দর্শনে বিএ অনার্স (১৯১৮) ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএ (১৯২০)। বিএল ডিগ্রিও অর্জন করেছিলেন। ১৯২২ সালে বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে সরকারি চাকরিতে প্রবেশ এবং ১৯৫৫ সালে ডেপুটি সেক্রেটারি হিসেবে অবসরগ্রহণ। এ বছর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হলে তিনি বিশেষ কর্মকর্তার দায়িত্ব পান। একাডেমির পরিকল্পনা রচনায়ও তাঁর বিশেষ অবদান রয়েছে। পরে তিনি একাডেমির সচিব ও সভাপতির দায়িত্বও পালন করেন। লেখক হিসেবে বরকতুল্লাহর খ্যাতি প্রতিষ্ঠিত রয়েছে প্রথম প্রকাশিত গ্রন্থ পারস্য প্রতিভা—র ওপর। মানুষের ধর্ম তাঁর দ্বিতীয় বিশিষ্ট বই। এরপর লেখার জগতে বাঁক—বদল ঘটে। একে একে লেখেন কারবালা ও ইমাম বংশের ইতিবৃত্ত, নবীগৃহ সংবাদ, নয়াজাতি স্রষ্টা হযরত মুহম্মদ ও হযরত ওসমান। ১৯৭৪ সালের ২ নভেম্বর বরকতুল্লাহর জীবনাবসান হয়।