লেখক ও গবেষক একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে চাকুরি করেন। বস্ত্র প্রকৌশল বিদ্যায় স্নাতক, আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর। আগ্রহের বিষয় রাজনীতি, ইতিহাস, মুক্তিযুদ্ধ, ভারতীয় দর্শন এবং ধর্ম। প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ: ত্রিশ লক্ষ শহিদ: বাহুল্য নাকি বাস্তবতা, মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ: কিছু বিভ্রান্তির জবাব (সম্পাদনা), গণহত্যা দেশে দেশে, সময়ের সমপাতন, পরবাসে বন্ধু আমার। আরিফ রহমান প্রাবন্ধিক একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে চাকরি করেন। বস্ত্র প্রকৌশল বিদ্যায় স্নাতক, আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর। আগ্রহের বিষয় রাজনীতি, ইতিহাস, মুক্তিযুদ্ধ, ভারতীয় দর্শন এবং ধর্ম। প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থ: ত্রিশ লক্ষ শহিদ: বাহুল্য নাকি বাস্তবতা,এক মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধ: কিছু বিভ্রান্তির জবাব (সম্পাদনা), গণহত্যা দেশে দেশে, সময়ের সমপাতন, পরবাসে বন্ধু আমার, এটা আমার দর্শনের নোটখাতা নয়, একগুচ্ছ জেনগল্প।