Description
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন- ‘নবী মু’মিনদের কাছে তাদের নিজদের চেয়েও ঘনিষ্ঠতর। আর তার স্ত্রীগণ তাদের মাতাস্বরূপ’- (সূরা আহযাব : ৬)
যুগে যুগে আসমানি পথের দিশারিরা এসেছেন, জ্বেলেছেন সত্যের দীপ। তাঁদের মাঝে শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ— রাসুলুল্লাহ্ (দ.)। তাঁর পবিত্র গৃহে ছিলেন একঝাঁক নক্ষত্র, যাঁদের স্নিগ্ধ আলোয় আলোকিত হয়েছে পৃথিবী। উম্মাহাতুল মু’মিনিন (রা.)— বিশ্বনবির (দ.) পবিত্র সহধর্মিণীগণ, যাঁরা শুধু মহানবির (দ.) জীবনসঙ্গিনীই নন, বরং তাঁরা ইসলামি সভ্যতার ভিত্তিপ্রস্তর, নারীদের মর্যাদার উজ্জ্বল উদাহরণ।
এই গ্রন্থে তাঁদের সংক্ষিপ্ত পরিচয়, অনন্য বৈশিষ্ট্য ও অবিস্মরণীয় অবদানের কথা সযত্নে লিপিবদ্ধ করা হয়েছে। হযরত খাদিজা (রা.)— যিনি ভালোবাসার সর্বোচ্চ দৃষ্টান্ত রেখে গেছেন, তাঁর সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন ইসলামের খেদমতে। হযরত মা আয়েশা (রা.)— যাঁর গৃহে নেমে আসত আসমানি বার্তা, যাঁর হাদিসবর্ণনার জ্ঞানের দীপ্তি আজও সমুজ্জ্বল। প্রতিটি উম্মুল মু’মিনিন ছিলেন একেকটি দীপ্তিমান প্রদীপ, যাঁরা দানশীলতা, ত্যাগ ও কল্যাণের অনুপম দৃষ্টান্ত স্থাপন করেছেন।
এই বই শুধু ইতিহাসের পৃষ্ঠাগুলো খুলে দেখার নয়, বরং শিক্ষা নেওয়ার, পথ খোঁজার। যেন আজকের নারীরা তাঁদের জীবন থেকে অনুপ্রেরণা পায়, তাঁদের মতো অবদান রাখতে পারে সমাজ ও জাতির কল্যাণে। লেখক মো: গোলাম রসুল অত্যন্ত নিষ্ঠার সাথে সহজ ও প্রাঞ্জল ভাষায় এই মহীয়সী নারীদের জীবনালেখ্য উপস্থাপন করেছেন।
যাঁরা সত্যের আলোতে পথ চলতে চান, যাঁরা নবিজির (দ.) ঘরের মুক্তা-কণাগুলোর জীবন থেকে শিক্ষা নিতে চান— তাঁদের জন্য এই গ্রন্থ এক অমূল্য সম্পদ। আল্লাহ্ আমাদের এই মহিমান্বিত নারীদের শিক্ষা গ্রহণের তওফিক দান করুন। আমিন।
Reviews
There are no reviews yet.