Description
মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হলেন হযরত ওমর ফারুক রাদ্বিআল্লাহু আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদ্বিআল্লাহু আনহু’র ইন্তেকালের পর তিনি বিশিষ্ট সাহাবায়ে কেরামের সর্বসম্মতিক্রমে খলিফা নির্বাচিত হন। তিনি একাধারে দশ বছর খুবই দাপট ও ন্যায় পরায়নতার সাথে মুসলিম জাহান শাসন করেন। তাঁর দাপট ও ন্যায়পরায়নতার জন্য সারা বিশ্ব কম্পমান ছিল। তিনি ন্যায়ের স্বার্থে আপন ছেলেকেও ছাড় দেননি। তাঁর আমলে বিরাট এলাকা মুসলিম সম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। তাঁর সময়ে তাঁর ভয়ে কোথাও কেউ বিদ্রোহ করার সাহস করেনি। সারা বিশ্ব যেখানে তাঁর ভয়ে কম্পমান, সেখানে তিনি ছিলেন একেবারে নির্ভীক। কোন কোন সময় একাকী গাছ তলায়ও শুয়ে পড়তেন। তাঁর সম্পর্কে অনেক কাহিনী ছোট বড় সকলের মুখে মুখে ছিল। ইদানিং আধুনিকতার ধাক্কায় ওসব শিক্ষনীয় কাহিনী লোকেরা প্রায় ভুলে যাচ্ছে।
ঘুণেধরা এ মুসলিম সমাজকে জাগরুক করার জন্য হক্কানী ওলামায়েকেরাম নানাভাবে চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। ভারতের প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা মাসউদ কাদেরী বিভিন্ন মনীষীদের নিয়ে ‘একশত বাস্তব কাহিনী’ নাম দিয়ে প্রায় বিশটি কিতাব রচনা করেন। কিতাবগুলো খুবই চমৎকার এবং সাধারণ পাঠকদের কাছে খুবই সমাদৃত হয়েছে।
আমরা বাংলা ভাষা ভাষীদের কথা চিন্তা করে সব কয়টি কিতাব বাংলায় অনুবাদ করে ধারাবাহিকভাবে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছি।
‘হযরত আবু বকর সিদ্দিক রাদ্বিআল্লাহু আনহু এর ১০০ বাস্তব কাহিনী’ প্রকাশ করার পর ‘হযরত ওমর ফারুক রাদ্বিআল্লাহু আনহু এর ১০০ বাস্তব কাহিনী’ প্রকাশ করলাম। এরপর হযরত ওসমান ও হযরত আলী রাদ্বিআল্লাহু আনহুমার ১০০ বাস্তব কাহিনী শীঘ্রই প্রকাশিত হবে।
আশা করি পাঠক মহলের কাছে সবকটি বই গ্রহণযোগ্য হবে।
প্রকাশক
Reviews
There are no reviews yet.