Description
গাউসে পাক রচিত পনেরোটি চিঠির সংকলন পুণ্যপত্র। চিঠিগুলো লেখেন তাঁর মুরিদগণকে, শিষ্যশ্রেণিকে। এসব চিঠি আধ্যাত্মিক অভিযাত্রার পথনির্দেশিকা। শিষ্যশ্রেণিকে ধাপে ধাপে পরিচিত করাচ্ছেন আধ্যাত্মপথ। শিশুস্নেহে শেখাচ্ছেন, কীভাবে যাত্রা শুরু হয়। কোথায় কী হয়। কীভাবে হয়। কেনো হয়। বিপদে সতর্ক করছেন। আবার আদরে আলতো হাত বুলিয়ে সান্ত্বনাও দিচ্ছেন। শোনাচ্ছেন প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি।
এ চিঠি সংকলন উপদেশ, বন্ধুত্ব, মমত্ব, রহস্য, আধ্যাত্ম ইত্যাদির এক জাদুকরী সংশ্লেষণ।
অপর ফ্ল্যাপে:
হে সন্তানসম,
শুহুদ এলে, সত্যসুধা জাগলে, খোদাপ্রাপ্তির চৈতন্য বিকশিত হলে—খোদার করুণার মেঘমণ্ডলে ঝলকায় বিদ্যুৎ। মনুষ্যচৈতন্যে স্ফুরিত হয় নুর, খোদায়ি আলো।
জ্বলে ওঠে অন্তর অতলে আকুলতার আগুন। দুরন্ত দুর্দম দাবানল। উত্তাল উত্তুঙ্গ উচ্চতায় উড়তে উড়তে উদ্ভ্রান্ত হয়, ক্লান্ত হয় চিন্তার ডানা। পালক হারায়। মনের অবুঝ অশ্বরা পথ হারায় অভিজ্ঞান-প্রান্তরে। বিস্ময়ে কেঁপে ওঠে বুদ্ধির ভিত্তি। দৃঢ় সংকল্পের জাহাজ দিকশূন্য হয় পাহাড়প্রমাণ তরঙ্গে।
Reviews
There are no reviews yet.